Saturday, December 28, 2019

ফুলটা আমার এক সিনিয়র ম্যান এর  তৈরী করা .....।

Tuesday, December 17, 2019

জীবনে রাগ করার মতো মানুষের
দরকার আছে৷

এতে ভালবাসার বহিঃপ্রকাশ ঘটে৷ ,
রাগ তাদের সাথেই করা যায় যাদের
আমরা ভালবাসি৷
.
.
.
জানি তুমি আমাকে ভালবাস।
কিন্তু প্রকাশ করতে চাও না।
যদি হারিয়ে যাই এই ভয়ে।
.
.
কিন্তু একটা কথা কি তুমি জান?
তোমার এই অপ্রকাশিত ভালবাসা
প্রকাশ করার জন্য আমি কত চেষ্টা
করি?
কিন্তু না তবুও তুমি প্রকাশ কর না।
.
.
তোমার অবহেলা, তোমার রাগ,
তোমার জিদ আমাকে পুড়ে পুড়ছে
খায়।
একটু একটু করে ধংস্ব করে আমার আবেগ
আমার ফিলিংস গুলোকে।
আমি এটা বলছিনা যে আমি
তোমাকে ভালবাসিনা।
আমি এটা বলতে চাইছি যে আমি আর
তোমার অবহেলা সহ্য করতে পারছি
না।
এতোটা কষ্ট আমার এই ছোট্ট মনে
নিতে পারছি না।
.
.
কারন আমি আমার মনটা কষ্ট নেওয়ার
জন্য রাখি নি।
রেখেছি তোমাকে ভালবাসার জন্য।
কিন্তু তুমি আমার ভালবাসাকে বুঝলে
না।
আমি কখনোই বলতে চাইনি তুমি
আমাকে কষ্ট দাও।
কিন্তু কি করব বল?
.
.
একটা মানুষ আর কত নিতে পারে?
আমার এই ছোট্ট মন আর মস্তিস্ক আর
নিতে পারছে না।
চলে গেলাম।
আর কখনো আসব না।
কখনোই তোমাকে ফোনে বা
মেসেজে বলব না ভালবাসি।
যদি কখনো মন থেকে ভালবাসতে
পার
এই আমাকে তোমার করে নিতে পার।
মনের গহীন থেকে বলতে পার আমি
তোমার শুধুই তোমার।
তাহলেই ফিরে এস।
তোমার জন্য আমার মনের দরজা সবসময়ই
খোলা।
শেষবার একটি কথা বলব
"ভালোবাসি বড্ড বেশি
ভালোবাসি"

  • ইতি
  • তোমার পাগল
  • #Ar